গাজীপুর: মহানগরের শিববাড়ি ও চান্দনা চৌরাস্তায় প্রায় একই সময় দুটি
যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাস দুটি যাত্রী বোঝাই থাকলেও
সকল যাত্রী নেমে যাওয়ায় কোন হতাহতদের ঘটনা ঘটেনি।
রোববার(৪জানুয়ারী) বিকাল সাড়ে ৪টার দিকে শহরের শিববাড়িতে তাজ টাওয়ারের
সামনে প্রথম ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানান, জয়দেবপুরগামী ভিআইপি পরিবহনের যাত্রীবাহী একটি বাস
শিববাড়ির নিকটবতি তাজ টাওয়ারের সামনে আসার পর হঠাৎ করে কয়েক দুর্বৃত্ত
বাসটি লক্ষ্য করে পেট্রাল ছুঁড়ে মারে ও সঙ্গে সঙ্গে আগুন ধরিয়ে দেয়। এসময়
যাত্রীরা দ্রুত নেমে গেলে হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটি সম্পুন পুঁড়ে
গেছে। সংবাদ পেয়ে গাজীপুর ফায়ার সাভিস আগুন নিয়ন্ত্রন করে।
এদিকে পৌনে ৫টার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দনা চৌরাস্তায় সেবা
জেনারেল হাসপাতালের সামনে একটি ঝটিকা মিছিল থেকে পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে
আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় তারা কয়েকটি গাড়িও ভাঙচূর করেন। আগুনে
বাসটি পুঁড়ে গেছে। বাসে যাত্রী থাকলেও যাত্রীরা দরজা জানালা দিয়ে নেমে
যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।
গাজীপুর ফায়ার সাভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন সংবাদের
সত্যতা নিশ্চিত করেছেন।