সেচের সময় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা


যশোর (কেশবপুর): যশোরের কেশবপুর উপজেলার টিটা বাজিতপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন জোসনা বেগম (৩৫) ও তার একমাত্র ছেলে আল-আমিন মোড়ল। বৈদ্যুতিক পাম্প দিয়ে ধানক্ষেতে সেচ দেয়ার সময় তারা বিদ্যুৎ স্পৃষ্ট হন বলে ধারণা করা হচ্ছে। নিহতরা স্থানীয় আব্দুল আলিম মোড়লের স্ত্রী ও সন্তান।

বুধবার সকালে আল-আমিন বাড়ি থেকে ধানক্ষেতে পানি সেচের উদ্দেশ্যে মাঠে যান। দুপুর আড়াইটার দিকে ছেলের খাবার নিয়ে মাঠে যায় মা জোসনা বেগম। তখন ছেলেকে পানির পাম্প ঘরে পরে থাকতে দেখেন তিনি। একাধিকবার ডেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ছেলেকে উঠাতে ঘরের ভেতরে এগিয়ে যান তিনি। ধারণা করা হচ্ছে, আল-আমিনের শরীরে তখনো বিদ্যুৎ সংযোগ ছিল। ফলে ছেলেকে তুলতে গিয়ে মাও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান।

প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছিল। দায়িত্বরত কর্মকর্তা জানান, ঘটনাটি খুবই বেদনাদায়ক। লাশ দুটি ময়নাতদন্তের জন্য থানায় নেয়া হবে। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুত স্পৃষ্টেই তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে আমরা সঠিক তথ্যটি দিতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *