ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়েছে। পুলিশ এ পর্যন্ত ৫ জন আইনজীবীসহ বিএনপির ১০ জন নেতাকর্মীকে আটক করেছে।
রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও মহাসচিব মেজর (অব.) মান্নান খালেদার গুলশান কার্যালয়ের সামনে এলে তাদের নিয়ে টানা-হেঁচড়া শুরু হয়। এ সময় কার্যালয়ের সামনে থাকা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়।
পুলিশ প্রাথমিকভাবে বিএনপির ১০ জন নেতাকর্মীকে আটক করেছে।
সংঘর্ষের মধ্যেই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি সাংবাদিকদের জানান, এখন থেকে ৫ জানুয়ারির সমাবেশ কর্মসূচিসহ বিএনপির আন্দোলনের সঙ্গে বিকল্পধারা সর্বাত্মক একাত্মতা প্রকাশ করছে।
সরকার পুলিশ দিয়ে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করে বি চৌধুরী আরও বলেন, পুলিশ সরকারি পেটোয়া বাহিনীর ভূমিকা পালন করছে। এ ধরনের আচরণ কোনো গণতান্ত্রিক দেশে পুলিশ করতে পারে না।
এদিকে বিএনপিপন্থি নারী আইনজীবী ও অন্য নেতাকর্মীরা খালেদার কার্যালয়ের সামনে এসে ভেতরে ঢুকতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় নারী পুলিশের সঙ্গে নারী আইনজীবী ও নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশ ৫ নারী আইনজীবীসহ দশজনকে আটক করে নিয়ে গেছে।আটককৃত নারী আইনজীবীরা হচ্ছেন- অ্যাডভোকেট আরিফা, জেসমিন আক্তার, নাসরিন, এলিজা আক্তার ও লাইলি।