কলকাতা: কলকাতায় ফোনে প্লেন ছিনতাইয়ের হুমকি দিয়েছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় এয়ার ইন্ডিয়ার দফতরে তিনি ফোন করে এ ছিনতাইয়ের হুমকি দেন।
এ সময় তিনি কলকাতা বিমান বন্দর থেকে প্লেনটি ছিনতাই করা হবে বলে হুমকি দেন।
তবে কী কারণে প্লেনে ছিনতাই করা হবে,তা সংবাদমাধ্যম উল্লেখ করেনি।
এদিকে, ফোন আসার পর পরই জরুরি ভিত্তিতে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়।
এরপর কলকাতা বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। কলকাতা ছাড়াও ভারতের অন্যান্য বিমান বন্দরগুলোকেও সতর্ক করা হয়। তারপর কলকাতা বিমান বন্দরে বিমানবন্দরে আসা এবং ছেড়ে যাওয়া প্লেনগুলোতে তল্লাশি চালানো হয়।
শনিবার সন্ধ্যা থেকেই কলকাতা বিমান বন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার সুরজিত পুরকায়স্থ জানান, কোন জায়গা থেকে এই ফোন এসেছিল সেটি জানার চেষ্টা করছে কলকাতা পুলিশ। যদিও রোববার (০৪ জানুয়ারি) সকাল পর্যন্ত এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য জানা যায়নি।
শুক্রবার (০২ জানুয়ারি) ভারতের পশ্চিম উপকূল দিয়ে সমুদ্রপথে জঙ্গিদের একটি নৌকা ভারতে প্রবেশ করার চেষ্টা করে। এরপর এ ধরনের ফোন আসায় বিষয়টিকে খুব হালকাভাবে দেখছে না নিরাপত্তা সংস্থাগুলো।
এই হুমকি ফোনের উৎস সন্ধান করতে কলকাতা পুলিশও তৎপর রয়েছে বলে জানা গেছে।
– See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/354444.html#sthash.uU1mmpDi.dpuf