ঢাকা: সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমাদের নির্বাচন নিয়ে অতীত অভিজ্ঞতা ভালো নয়। ভোট না দিয়ে প্রার্থীরা নির্বাচিত হয়ে যাচ্ছে। ধারাবাহিকভাবে যদি এভাবেই নির্বাচন হতে থাকে তাহলে তো ভোট দেয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে মানুষ। ভোটের পরিবেশ সৃষ্টি করা এবং প্রার্থীদের আশস্ত করা, তাদের ভোটাররা যেন আসে এগুলো যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের ভোট দিতে আগ্রহ সৃষ্টি হবে না। গত দশ বছর কোন ভোট ঠিক মত হয়নি। সেটার ছাপ থেকে যাবে সিটি কর্পোরেশন নির্বাচনেও। কাজেই নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। নির্বাচনে কারা কাজ করতে পারবে আর কারা পারবে না নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে পরিপত্র জারি করতে পারে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মুখে বললে তো হবে না, পরিপত্র জারি করতে হবে। কোন রাজনৈতিক দলের অমুক সাহেব কি বললেন বা তমুক সাহেব কি বললেন এটা কোন বিষয় নয়। বিষয় হচ্ছে আইন কি বলে। নির্বাচনের যখন তফসিল ঘোষণা করা হয়, তখন পরিপত্রই হচ্ছে আইন।