চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলাকালীন নগরের বদ্দারহাট মোড় এলাকার এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনজনকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সোমবার দুপুর সাড়ে বারোটায় ফোরকান এলাহী অনুপম ও আব্দুস সামাদ নামে দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজিবির একটি টহল টিমকে সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করে তিন তরুণকে আটক করেন। তাদের মধ্যে একজন ছাত্রলীগ নেতাও রয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, আটকদের পুলিশের হেফাজতে নেওয়া হচ্ছে। তারা ভোট দিতে কেন্দ্রে ঢুকেছেন বলে জানালেও হাতে কালির কোন চিহ্ন পাইনি। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের জন্য প্রবেশ করেছিলেন তারা।
ইভিএমের মাধ্যমে সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।
ভোট গ্রহণের শুরুতে সকালে প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে।
নির্বাচনে ছয় প্রার্থী থাকলেও আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ ও বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে।