ঢাকামুখী বাস চলাচল বন্ধ, দুর্ভোগ

জাতীয়

ঢাকা: বিএনপি ও আওয়ামী লীগের আগামীকালের মুখোমুখি কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক সমিতি। নাশকতার আশঙ্কায় রোববার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেন বলে জানান মালিকরা।

বিভিন্ন জেলা শহর থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকে আগে থেকে টিকিট কেটে রাখলেও সকালে বাসস্ট্যান্ডে এসে বাস চলাচল বন্ধ দেখে দুর্ভোগে পড়েন। এজন্য সাধারণ যাত্রীদের ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে।
আমাদের রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী থেকে ঢাকার সঙ্গে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। নাশকতার আশঙ্কায় রোববার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিকরা।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান পিটার জানান, ভোরে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে দুই থেকে তিনটি বাস ছেড়ে যায়। এরপরেই বাস মালিকরা সিদ্ধান্ত নেয় রাজশাহী থেকে ঢাকাগামী বাসগুলো চলাচল বন্ধ করে দেয়ার। রাস্তায় নাশকতা ঘটতে পারে এমন আশঙ্কায় বাস মালিকরা এ সিদ্ধান্ত নেয়।

রংপুর ব্যুরো জানায়, ৫ জানুয়ারি বিএনপির ঢাকায় কালো পতাকা মিছিল ও সমাবেশকে ঘিরে দেশজুড়ে নাকশকতা হতে পারে এ আশঙ্কায় রংপুরে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে মোটর বাস মালিক সমিতি।

শনিবার রাত ১২টার পর থেকে অঘোষিতভাবে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে চরম বিপাকে পড়েছে ঢাকাগামী যাত্রীরা।

এব্যাপারে জেলা মোটর বাস মালিক সমিতির কোনো নেতা মুখ খুলতে রাজি হননি।

আমাদের পটুয়াখালী প্রতিনিধি জানান, ৫ জানুয়ারি সোমবার বিএনপি ও আওয়ামী লীগের মুখোমুখি কর্মসূচিকে কেন্দ্র করে পটুয়াখালী থেকে দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

রোববার সকাল ৭টা থেকে জেলার বাসস্টান্ড থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। হঠাৎ করে পূর্ব ঘোষণা ছাড়া বাস চলচল বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন দক্ষিণ অঞ্চলের সাধারণ যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *