ইরানে বিমান ভূপাতিত ক্ষতিপূরণ, আনুষ্ঠানিক ক্ষমা দাবি ইউক্রেনের

Slider জাতীয় সারাবিশ্ব


ভুল করে বিমান ভূপাতিত করার জন্য ইরানের কাছে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ দাবি করেছে ইউক্রেন। বুধবার ১৭৬ জন আরোহী নিয়ে রাজধানী তেহরান থেকে ইউক্রেনের ওই বিমানটি উড্ডয়নের পর শত্রুপক্ষের বিমান মনে করে তা গুলি করে ভূপাতিত করার কথা স্বীকার করেছে ইরান। এরপরই ইউক্রেন এমন দাবি করেছে। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। ওই বিমানের আরোহীদের বেশির ভাগই ইরানি। এর বাইরে ছিলেন কানাডা সহ কয়েকটি দেশের উল্লেখযোগ্য সংখ্যক আরোহী। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, ইরানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া সহ আরো পদক্ষেপ নিতে হবে অবশ্যই। শনিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ইউক্রেন প্রত্যাশা করে একটি পূর্ণাঙ্গ ও উন্মুক্ত তদন্ত নিশ্চিত করবে ইরান।

অপরাধীদের বিচারের আওতায় আনবে। তিনি বলেছেন, এক্ষেত্রে ক্ষতিপূরণ দাবি করে ইউক্রেন। একই সঙ্গে বিলম্ব না করে চলমান তদন্ত অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, এরই মধ্যে তদন্ত করতে ইউক্রেনের একটি টিম রয়েছে ইরানে। এ সম্পর্কে জেলেনস্কি বলেন, আমাদের ৪৫ জন বিশেষজ্ঞ সেখানে রয়েছেন। তাদেরকে পূর্ণাঙ্গ সুযোগসুবিধা ও সহযোগিতা করতে হবে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। শনিবার দিনের শুরুতে ইউক্রেনের ওই বিমানটি ভুল করে ভূপাতিত করার কথা স্বীকার করে ইরান। বলা হয়, সেনাবাহিনী অনিচ্ছাকৃতভাবে ভুল করে ওই বিমানটিকে ভূপাতিত করেছে। এ জন্য মানবসৃষ্ট ভুলের কথা বলা হয়। তবে এর আগে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছিল ইরান। তবে যুক্তরাষ্ট্র ও কানাডা গোয়েন্দা তথ্য উল্লেখ করে বলে যে, তারা বিশ্বাস করে বিমানটিকে ইরানই গুলি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *