ডেস্ক: ২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৮৫৫ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন ১৩ হাজার ৩৩০ জন। অন্যদিকে সড়ক, রেল, নৌ-পথে ৬ হাজার ২০১টি দুর্ঘটনায় মোট ৮ হাজার ৫৪৩ জনের মৃত্যু হয়েছে। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যান সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, এ বছর রেলপথে ৪৮২টি দুর্ঘটনায় ৪৬৯ জন মারা যান। এছাড়া আহত হন ৭০৬ জন।
সংস্থাটির দেয়া তথ্যমতে, ২০১৯ সালে সড়ক, রেল, নৌপথে ৬২০১টি দুর্ঘটনায় ৮ হাজার ৫৪৩ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১৪ হাজার ৩১৮ জন।
২০১৮ সাল নৌপথে দুর্ঘটনা ঘটেছিলো ২০৩টি। এতে ২১৯ জন মারা যান। আহত হন ২৮২ জন ও নিখোঁজ হন আরও ৩৭৫ জন।।