ঢাকা: ভোট চাইতে আনুষ্ঠানিকভাবে প্রচারে নামলেন বিএনপি থেকে মনোনীত দুই মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। আজ শুক্রবার জুম্মার নামাজের পরেই ঢাকার উত্তরা থেকে উত্তর সিটির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল প্রচারণা শুরু করেন। অন্যদিকে বাইতুল মোকাররম থেকে ধানের শীষে ভোট চাইতে মাঠে নামেন প্রয়াত মেয়র সাদেক হোসেন পুত্র দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেন।
এর আগে সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক পেয়ে প্রার্থী ইশরাক হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা শুরুর তথ্য জানান।
তাবিথ আউয়াল দ্বিতীয়বারের মতো সিটি নির্বাচনে অংশ নিচ্ছেন। অন্যদিকে ভোটের লড়াইয়ে প্রথমবার নেমেছেন ইশরাক হোসেন।
তাবিথ আউয়ালের ব্যক্তিগত কর্মকর্তা মো. হাসান জানান, জুমার পর উত্তরার ৭ নং সেক্টরে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন তাবিথ আউয়াল।
প্রসঙ্গত, আগামী ৩০শে জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটির প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।।