ঢাকা: বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মোজাম্মেল হোসেন মারা গেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত ১২টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বেশকিছুদিন ধরে কিডনিসহ নানা রোগে ভুগছিলেন।
মোজাম্মেল হোসেনের ছেলে ড. মাহামুদ হোসেন সংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ডা. মোজাম্মেল হোসেন বাগেরহাট-৪ আসন থেকে ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হন। তিনি ১৯৯৬ সালে গঠন করা আওয়ামী লীগ সরকারের মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। এর আগে তিনি ১৯৯১ সালে বাগেরহাট-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।