প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সফরে আগামী রোববার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যাচ্ছেন। এ সফরে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানী খাতে সহযোগিতা, জনশক্তি রফতানি ও রোহিঙ্গা ইস্যু অগ্রাধিকার পাবে। সফরকালে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে।
আমিরাত সফরে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট, জায়েদ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ডসহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি আমিরাতের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ আল-মাকতুমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। শেখ হাসিনার সাথে আবুধাবির যুবরাজ ও আমিরাতের ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মুহাম্মদ বিন যায়েদ আল-নাহিয়ান সাক্ষাত করবেন।
সোমবার প্রধানমন্ত্রী দুবাইতে দূত সম্মেলনে যোগ দেবেন। এতে মধ্যপ্রাচ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা যোগ দেবেন। সম্মেলনে প্রধানমন্ত্রী মতবিনিময়ের পাশাপাশি সরকারের ভবিষ্যত কর্মপন্থা সম্পর্কে রাষ্ট্রদূতদের দিকনির্দেশনা দেবেন।