ডেস্ক; আবার আসছে শৈত্যপ্রবাহ। আগামী শনিবার থেকে তা থাকবে সোমবার পর্যন্ত তিন দিন। এ সময়ে শীতের দাপট বাড়তে পারে।
বৃহস্পতিবার এ পূর্বাভাষ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে রাজধানী ঢাকাসহ সারাদেশে ডিসেম্বরের শেষ দিকে এবং জানুয়ারির শুরুতে দুই দফা মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, তাপমাত্রার সামান্য উঠানামা থাকবে জানুয়ারি মাসে। তবে মাসজুড়ে থাকবে শীতের প্রকোপ। শৈত্যপ্রবাহ ছাড়াও দিন ও রাতে শীতের অনুভূতি কিছুটা বেশি থাকতে পারে। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ডিমলা, রাজারহাট, যশোর, চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলে।