আন্তর্জাতিক ডেস্ক: ইরাক থেকে সেনা সরিয়ে নেবে জার্মানি। প্রথম দফায় বাগদাদে মোতায়েন জার্মান সেনার এক-চতুর্থাংশ সরিয়ে নেয়া হবে। তাদের নিয়ে যাওয়া হবে কুয়েত ও জর্ডনে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার এই খবর দিয়েছে।
আইএস’র বিরুদ্ধে অভিযান চালাতে যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমা দেশগুলির সাথে জার্মানিও সেনা পাঠিয়েছিল ইরাকে।
যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের জেনারেল কাসেম সোলেমানি নিহত হওয়ার পরেই ইরাক, ইরান-সহ ওই অঞ্চলের বিভিন্ন দেশ থেকে মার্কিন সেনা সরানোর দাবি ওঠে। এ ব্যাপারে একটি প্রস্তাব পাশ হয় ইরাকের পার্লামেন্টেও। তার পর জার্মানিই প্রথম দেশ, যারা ইরাক থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত জানাল।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস সোমবার বলেছেন, ‘ইরাক সরকার ও সে দেশের পার্লামেন্ট চেয়েছিল বলেই আমরা সেখানে সেনা পাঠিয়েছিলাম। কিন্তু সেই প্রয়োজন যদি ইরাক সরকারের আর না থাকে তা হলে সেখানে আমাদের সেনা থাকার আর কোনো আইনি ভিত্তি থাকে না।
আইএস বিরোধী অভিযানে ইরাকে ৪১৫ জন সেনা পাঠিয়েছিল জার্মানি। তার মধ্যে বাগদাদে মোতায়েন ছিল ১২০ জন জার্মান সেনা। বার্লিনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বাগদাদে মোতায়েন ৩০ জন সেনাকে প্রথম দফায় দেশে ফিরিয়ে নেয়া হবে। বাকিদেরও প্রত্যাহার করা হবে ধাপে ধাপে।