হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় দিনেশ চন্দ্র (৪৩) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী ফাতেমা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দিনেশ চন্দ্র আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের চওড়াটারী জোড়াদেবী এলাকার মৃত জতীন্দ্র নাথের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জমি চাষ করতে ট্রাক্টরের জন্য ডিজেল কিনতে বাইসাইকেলে করে ফাতেমা ফিলিং স্টেশনে যাচ্ছিলেন দিনেশ চন্দ্র। এ সময় পেছন দিক থেকে আসা বুড়িমারীগামী যাত্রবাহী একটি নৈশ্যকোচ দিনেশকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।