ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় অপরাধীকে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। সোমবার বিকালে তারা রাজধানীর কুর্মিটোলায় মানববন্ধন কর্মসূচি পালন এবং সড়ক অবরোধ করেন। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বাস নিয়ে ঢাবির শিক্ষার্থীরা দুপুর থেকে ভিড় করেন কুর্মিটোলায়। এ সময় আধঘণ্টার মতো সড়কে অবস্থান করেন তারা। একই সঙ্গে মানববন্ধন শেষে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে ঢাবি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অপরাধীকে গ্রেপ্তার করা না হলে ঘটনাস্থলসহ ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করার ঘোষণাও দেন।
ঘটনাস্থলে শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়কে শুয়ে পড়েন। ধর্ষণের ঘটনায় প্রতিবাদ এবং ধর্ষককে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা।
এ সময় শিক্ষার্থীরা ‘ধর্ষকের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার বোন ধর্ষিত কেন, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই’ এমন স্লোগান দেন।
বিমানবন্দর সড়কে আধঘণ্টার এ অবরোধের কারণে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।