ডেস্ক: দ্বিতীয় রাতের মতো আবারো ইরাকের সুরক্ষিত ও স্পর্শকাতর গ্রিন জোনে রকেট হামলা হয়েছে। এতে কেউ নিহত না হলেও আহত হয়েছেন ৬ জন। শনিবার দিবাগত রাতে ৬টি রকেট হামলা হয় সেখানে। এর মধ্যে তিনটি রকেট নিক্ষিপ্ত হয় গ্রিন জোনে। এই এলাকাটিতে ইরাক সরকারের গুরুত্বপূর্ণ অফিসগুলো এবং বিদেশী মিশন অবস্থিত। বাকি তিনটি রকেট পড়ে জাদ্রিয়া এলাকার কাছে। রোববার ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে এ কথা বলেছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, কাসেম সোলাইমানিকে হত্যার পর রোববার ইরাকে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে ইরাক। এর কয়েক ঘন্টা পরেই রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে আঘাত করে দুটি রকেট। এর আগে শুক্রবার দিবাগত রাতেও ওই এলাকায় রকেট হামলা হয়েছে।