সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এবার পুলিশ পদক পেলেন ১১৮ জন। রোববার রাজারবাগ পুলিশ লাইন্সে এই পদক দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সাহসিকতা’ পদক পেলেন ১৪ জন।
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সাহসিকতা পেয়েছেন ২০ জন। বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবা পান ২৮ জন। রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা পেয়েছেন ৫৬ জন।
পুলিশের চাকরিতে পুলিশ পদক খুবই সম্মানজনক বলে বিবেচনা করা হয়। পদক পাওয়া কর্মকর্তারা আর্থিক সুবিধাও ও নামের শেষে উপাধি হিসেবে এই পদক ব্যবহার করতে পারেন। বর্তমান বিপিএম (সাহসিকতা) পদকধারীরা এক কালীন ১ লাখ টাকা ও প্রতি মাসের বেতনের সঙ্গে দেড় হাজার টাকা বাড়তি পেয়ে থাকেন।
পিপিএম পদকধারীরা এককালীন ৭৫ হাজার টাকা ও প্রতি মাসে বাড়তি এক হাজার টাকা পান। বিপিএম (সেবা) পদকধারীরা এক কালীন ৭৫ হাজার টাকা পান। পিপিএম (সেবা) পদধারীরা এককালীন পান ৫০ হাজার টাকা।