ঢাকা: খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ১৪ দলকে সঙ্গে নিয়ে আগামী ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস পালন করবো আমরা। ওই দিনটি আমাদের, সেই দিন কেউকে মাঠে নামতে দেবো না। মাঠ থাকবে আমাদের দখলে।
বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ৫ জানুয়ারি মাঠে নামার চেষ্টা করবেন না। সংঘাতের পরিস্থিতি তৈরি করবেন না। কোনো ধরনের সংঘাত হলে তার দায়ভার বিএনপির উপর বর্তাবে। প্রতিটি নির্বাচনী এলাকায় আমাদের নেতাকর্মীরা মাঠে থাকবে। কোনো নাশকতা করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নিবে।
শনিবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর ১৪ দলের এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।