বছরের প্রথম দুই দিনে মালয়েশিয়ায় ৭৮ বাংলাদেশিসহ ৪৭৪ প্রবাসী অবৈধ শ্রমিককে আটক করেছে দেশটির পুলিশের অভিবাসন বিভাগ।
গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় বিদেশি অবৈধ কর্মীদের নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ ছিল। এরপর ১ জানুয়ারি থেকে পূর্বঘোষণা অনুযায়ী মালয়েশিয়ার বিভিন্ন স্থানে ১২৪টি অভিযান চালিয়ে এই অবৈধ কর্মীদের আটক করা হয়।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক এ তথ্য জানিয়েছেন।
মালয়েশিয়া সরকার গত বছর ১ অগাস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সুযোগ দিয়েছিল। এর পরেও যারা মালয়েশিয়ায় রয়ে গেছেন, তাদের আটকের জন্য অভিযান চালাচ্ছে দেশটির অভিবাসন পুলিশ।