ইন্দোনেশিয়া থেকে আমদানি করা নতুন কোচ দিয়ে পুরনো ট্রেনে নতুন বগি সংযোজনের পাশাপাশি নতুন নতুন ট্রেন চালু করছে রেলওয়ে। চলতি বছর আরো কয়েকটি নতুন ট্রেন চালু করা হবে। এর মধ্যে রয়েছে ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় দিয়ে জামালপুরের তারাকান্দি পর্যন্ত চলাচল করা একটি নতুন ট্রেন, যার প্রস্তাবিত নাম ‘বঙ্গবন্ধু এক্সপ্রেস’।
আগামী ২৬ জানুয়ারি ঢাকা-জামালপুর রুটে নতুন এ ট্রেনটি উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ট্রেনটির প্রস্তাবিত নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু এক্সপ্রেস’।
ঢাকা-জামালপুর রুটে ‘বঙ্গবন্ধু এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করা হলে গত এক বছরে চালু হওয়া নতুন ট্রেনের সংখ্যা দাঁড়াবে পাঁচটি।
রেলওয়ের সূত্র জানিয়েছে, ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী ঢাকা-জামালপুর রুটে নতুন ট্রেন উদ্বোধন করবেন। ওই দিনই চট্টগ্রাম-সিলেট রুটে চলাচল করা উদয়ন এক্সপ্রেসের কোচ পরিবর্তন করা হবে বলে জানা গেছে।