বাংলাদেশের প্রথম মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারি সিমেন্ট এবং রেললাইন স্থাপনের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরায় দিয়া-বাড়িতে মেট্রোরেলের লাইনে রেল-ট্র্যাক স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
ওভারহেড ক্যাটারিং সিস্টেম এবং রেললাইন স্থাপন কাজ উদ্বোধন শেষে ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট। মেট্রোরেল ডিপো এলাকায় ১৯ কিলোমিটার রেললাইন রয়েছে। ২০৩০ সাল নাগাদ ৬টি এমআরটি লাইনের কাজ শেষ হবে। এবং খুব শীঘ্রই আমরা এমআরটি লাইন ১ এবং এমআরটি লাইন ৫ এর কাজ শুরু করতে যাচ্ছি। যার ডিপিপি প্রজেক্ট এর অনুমোদন হয়ে গেছে।
মন্ত্রী আরো বলেন, মেট্রোরেল প্রকল্প এলাকায় যে পরিমাণ কর্মযজ্ঞ চলছে সেটি বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। মেট্রোরেলের কাজ শেষ হলে ঢাকা শহরের যান চলাচলে চিত্র বদলে যাবে।
ওভারহেড ক্যাটেনারি সিমেন্ট এবং রেললাইন স্থাপনের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী
তিনি জানান, এখন পর্যন্ত এই কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৪০ ভাগ। দৃশ্যমান হয়েছে সাড়ে আট কিলোমিটার।
এদিকে, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন বর্ষের ১৬ই ডিসেম্বর ২০২১ তারিখে সরকার বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা গ্রহণ করেছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেল এর কাজ করছে।।