ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: চিহিৃত ৬৯ ভূমিদস্যু সহ ৫০হাজার ব্যাক্তি ভাওয়াল গড়ের প্রায় ১২হাজার একর জমি দখল করে রাখার প্রতিবাদে মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন নামে একটি সংগঠন।
মঙ্গলবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ি রোডে ওই কর্মসুচি পালিত হয়। এসময় ১৩ দফা দাবি সম্বলিত গণসচেতনামূলক প্রচারপত্রও বিলি করা হয়।
মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান ও গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার এস এম মুজিবুর রহমান। স্বাগতিক বক্তব্য রাখেন ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের মহাসচিব সাংবাদিক এ কে এম রিপন আনসারী।
সংগঠনের আইন বিষয়ক সম্পাদক মনোয়ার হোনের রনির সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসুচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের(বাপা) গাজীপুর জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাতেম আলী, ফুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসেম বাদল, জাতীয় মানবাধিকার কাউন্সিলের গাজীপুর জেলার যুগ্ম সম্পাদক এম এ সিদ্দিক সরকার, ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের যুগ্ম সম্পাদক ফেডরিক মুকুল বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ বোরহান উদ্দিন অরণ্য, ঐতিহ্য সংরক্ষন বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল, সহ-প্রচার সম্পাদক মোঃ জাকারিয়া, ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের ইউনিট-১ এর সভাপতি হাজী মোঃ আজহারুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান চলাকালে ১৫টি সামাজিক সংগঠনের প্রতিনিধিরা আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।