গাজীপুরে তথ্য প্রযুক্তি আইনে প্রথম মামলা

তথ্যপ্রযুক্তি

01) Gazipur_Case-01

গাজীপুর:  সদর জয়দেবপুর থানায়  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬-
অনুসারে প্রথম মামলা হয়েছে।  মামলার বাদি ও আসামী সকলেই সাংবাদিক।

পুলিশ জানায়,  বৃহস্পতিবার মধ্যরাতে জয়দেবপুর থানায় ওই মামলা রেকড হয়।

মামলার বাদি  ওয়েব পোর্টাল ডিয়ারজুলীয়াস.কম এর স্বত্বাধিকারী ও প্রধান
সম্পাদক  জুলীয়াস চৌধুরী । জয়দেবপুর থানায় দায়েরকৃত মামলাটির রেকর্ড
নং ৮। মামলার আসামীর সংখ্যা ৮জন।

আসামিরা হলেন,স্থানীয়  সাপ্তাহিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক
মোঃ নজরুল ইসলাম আজহার,  প্রধান সম্পাদক সৈয়দ মোকছেদুল আলম লিটন,
ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ আমিনুল ইসলাম,  উপদেষ্টা মোঃ আব্দুস সাত্তার
খান, বার্তা সম্পাদক, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার ও সংশ্লিষ্ট
ওয়েবমাস্টার।

মামলার বিবরণে জানা যায়,  তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অপব্যবহারের
মাধ্যমে আসামীরা পরস্পর যোগশাযশ করে বাংলাভূমি পত্রিকায় ও ফেসবুকের
মাধ্যমে সম্পূর্ণ উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও মিথ্যা তথ্য পরিবেশন করেছেন।
এতে  মামলার বাদী জুলীয়াস চৌধুরীর  স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত  এবং
মানহানি ঘটে।

এ বিষয় জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মর্তাওসি) রেজাউল হাসান মামলার
সত্যতা নিশ্চিত করে বলেছেন, মামলা হয়েছে। তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *