কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যদিয়ে সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক (আনারস প্রতীক) ৪ হাজার ৬৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (নৌকা প্রতীক) রুহুল আমিন রেনু পেয়েছেন ৪হাজার ১৮৮ ভোট। ভোট পড়েছে প্রায় ৫১ ভাগ। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।
নির্বাচনে এছাড়াও ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি মনোনীত প্রার্থী আব্দুল কাদির, স্বতন্ত্র প্রার্থী এখলাসুজ্জামান এবং বিএনপি নেতা জহিরুল ইসলাম বায়তুল।
ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪হাজার ৯৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ১৯৮ এবং নারী ভোটার ১২ হাজার ৭৩২জন।
উল্লেখ্য, গত ২৯শে আগষ্ট মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিছ আলী ভূইয়া সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার মৃত্যুতে পদটি শূন্য হয়।