আওয়ামী লীগের এক বছর পূতিতে কালীগঞ্জে আনন্দ মিছিল

Slider গ্রাম বাংলা

Exif_JPEG_420

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি। গত বছরের এই দিনে নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ভূমিধস বিজয় নিয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে। আওয়ামী লীগের দিনটিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে উদযাপন উপলক্ষে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক আনন্দ মিছিল বের হয়। সোমবার বিকেলে দলীয় অফিস থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা ক্ষমতাসীন দলের এক বছর পূর্তি উপলক্ষে এক আনন্দ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবিন হোসেন, সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী বশির আহমেদ, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মো. মাইনুল ইসলাম, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শাহ আলম দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম সিজু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী হারুন অর রশিদ টিপু, কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মো. বাদল হোসেন, সাধারন সম্পাদক রেজাউর রহমান আশরাফী খোকন, কালীগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি আমিরুন্নেসা, পৌর কাউন্সিলর আশরাফুল ইসলাম রিপন, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক পিয়ারা আক্তার শান্তা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন, কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলী আল রাফু অমিত, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার সভাপতি মো. তানভীর মোল্লা, সাধারন সম্পাদক এম আই লিকনসহ দলীয় নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *