জীবনের দিলগুলো—– মোহাম্মদ আল-আমীন

Slider সাহিত্য ও সাংস্কৃতি


জীবনের ইচ্ছে গুলো,
কখনো মরছে ধুকে ধুকে
সময়ের আবর্তনে স্মৃতি গুলো-
কখনো ধুলা দেয় নিজেকে।
জীবনের স্বপ্ন গুলো-
প্রতিনিয়ত হোচট খায়।
জীবনের দিনগুলো,
সুর্যাস্তের মতোই চলে যায়।
জীবনের আশাগুলো
নিরাশার পাল্লায় করে উঠানামা।
জীবনের চাওয়া গুলো-
কখনো অবমুল্যায়নের শিকার।
জীবনের পাওয়া গুলো,
যেন অস্পষ্টতায় মুখ থুবরে আছে।
জীবনের কাজ গুলো,
যেন ভূলে পরিপুর্ণ।
জীবনের প্রাপ্তি গুলো,
শুন্যতায় ঝাপসা হয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *