ঢাকা: সশস্ত্রবাহিনীর সদস্যদের জন্য গড়ে শতভাগ বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সুপারিশে সর্বোচ্চ বেতন এক লাখ টাকা এবং সর্বনিম্ন মূল বেতনের প্রস্তাব করা হয়েছে ৮ হাজার ২০০ টাকা। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সশস্ত্রবাহিনীর বেতন বৃদ্ধির সুপারিশকৃত প্রতিবেদনটি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে হস্তান্তর করেন কমিশনের চেয়ারম্যান লে. জেনারেল আনোয়ার হোসেন।
সর্বনিম্ন মূল বেতন আট হাজার ২০০ টাকা বলা হলেও মূল প্রতিবেদনে সর্বনিম্ন বেতনের প্রস্তাব করা হয়েছে ৯ হাজার টাকা।
প্রতিবেদনে সশস্ত্রবাহিনীর সদস্যদের স্কেল ১৬টি গ্রেডে বিভক্ত করার প্রস্তাব দেয়া হয়েছে। এ ছাড়াও বিভিন্ন বাহিনী প্রধানদের বেতন এক লাখ টাকা ও লেফটেন্যান্ট জেনারেলদের সিনিয়র সচিব পদমর্যাদায় বেতন ৮৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়া হয়।
এ ছাড়াও তারা সশস্ত্রবাহিনীর জন্য প্রযোজ্য অন্যান্য ভাতা, বাড়িভাড়াসহ অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।
সুপারিশ প্রতিবেদন প্রদানকালে লে. জেনারেল আনোয়ার হোসেন বলেন, ‘২০১৪ সালের ২৭ জানুয়ারি ‘সশস্ত্রবাহিনী বেতন কমিটি ২০১৩’ গঠন করা হয়। আট সদস্যবিশিষ্ট এ কমিটিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবসহ তিন বাহিনীর সাতজন প্রতিনিধি রয়েছেন।’
তিনি বলেন, ‘সুপারিশ প্রণয়নকালে সশস্ত্রবাহিনীর তৃণমূল সব সংগঠনের বেতনভাতা, পেনশন ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ সর্বস্তরের সদস্যের মতামত গ্রহণ করা হয়েছে। এ ছাড়া জাতীয় বেতন ও চাকরি কমিশনের সাথেও কমিটি একাধিকবার বৈঠক করেছে এবং তাদের মতামত নিয়েছে।’
‘সুপারিশ প্রস্তাবে ১৬টি গ্রেড রয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘সশস্ত্রবাহিনীর সদস্যদের বেতন যৌক্তিকভাবে বাড়ানোর পাশাপাশি প্রতিবেদনে কিছু উল্লেখযোগ্য সুপারিশ করা হয়েছে।’
আনোয়ার হোসেন বলেন, ‘হিসাবের সুবিধার্থে জুনিয়র কমিশনার ও নন-কমিশনারদের বেতন স্কেল ভার্টিকেল পদ্ধতিতে প্রণয়ন করা হয়েছে এবং মেজর জেনারেল থেকে সেকেন্ড লেফটেন্যান্ট পর্যন্ত সব পদবির বেতন জাতীয় বেতন স্কেলের সুনির্দিষ্ট গ্রেডের ধারাবাহিকতার সাথে সমন্বয় করা হয়েছে। এ ছাড়া ‘আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসেস ১৯৫২’ অনুযায়ী এফএনএস কর্মকর্তাদের বেতন অন্যান্য কর্মকর্তার মতো একই গ্রেডে নির্ধারণ এবং সশস্ত্রবাহিনীর বিশেষ প্রশিক্ষিত কোর্স যেমন সেনাবাহিনী কমান্ডো, প্যারা কমান্ডো, প্যারা ট্রুপস, স্নাইপার প্রমুখদের জন্য বিশেষ ভাতা এবং প্রত্যন্ত অঞ্চলে যাতে তারা কাজ করতে আগ্রহী হয় সেজন্য সারা দেশে সমান বাড়িভাড়া প্রদানের সুপারিশ করা হয়েছে। ’
সশস্ত্রবাহিনী বেতন কমিটির প্রতিবেদন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এটা তো আমি এখনো দেখিনি। সুতরাং এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। তবে জাতীয় বেতন ও চাকরি কমিশনের সুপারিশের সাথে এর সমন্বয় দেখতে চাই। আর প্রতিটি সুপারিশেই কিছু না কিছু নতুন বিষয় থাকে।
প্রসঙ্গক্রমে তিনি বলেন, ‘সম্প্রতি জাতীয় বেতন কমিশনের সুপারিশ নিয়ে পত্র-পত্রিকায় লেখালেখি হচ্ছে, এটা ভালো। এতে করে সমাজের যে অংশ অবহেলিত হয়েছিল তাদের কথাগুলো উঠে এসেছে।’
কমিশন অফিসারদের বেতন
পদ সুপারিশকৃত বেতন (টাকায়)
সেকেন্ড লেফটেন্যান্ট৩০, ০০০
লেফটেন্যান্ট৩২,০০০
ক্যাপ্টেন৩৭,০০০
মেজর ৪৫,০০০
লেফটেন্যান্ট কর্নেল৫২,০০০
কর্নেল৬০,০০০
ব্রিগেডিয়ার জেনারেল৭০,০০০
মেজর জেনারেল৮৪,০০০ (নির্ধারিত)
লেফটেন্যান্ট জেনারেল ৮৮,০০০ (নির্ধারিত)
সৈনিক ও জুনিয়র কমিশন অফিসারদের বেতন
এনসি (ই) ৯,০০০
সৈনিক ৯,৫০০
লেন্স করপোরাল ১০, ৫০০
করপোরাল ১১,৫০০
সার্জেন্ট ১৭,০০০
ওয়ারেন্ট অফিসার ২৫,০০০
সিনিয়র ওয়ারেন্ট অফিসার ২৭,০০০
চিফ আর্টিফিশার ২৮,০০০
মাস্টার ওয়ারেন্ট অফিসার ২৯,০০০