ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম। আর দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) লড়বেন হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন।
আজ রোববার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
অনুষ্ঠানের শুরুতেই নব-নির্বাচিত চেয়ারম্যান জিএম কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। এরপর সবাই ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাদের।
উল্লেখ্য, নির্বাচন কমিশন গত ২২শে ডিসেম্বর ঢাকার দুই সিটির নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ৩১শে ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। মনোনয়নপত্র বাছাই ২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ৯ই জানুয়ারি ও ভোটগ্রহণ ৩০শে জানুয়ারি। ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাধারণ ওয়ার্ড ৫৪টি ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১৮টি। আর দক্ষিণ সিটিতে সাধারণ ওয়ার্ড ৭৫টি ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড ২৫টি। ঢাকা উত্তর সিটির মোট ভোটার ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন ও দক্ষিণে ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন।।