আন্তর্জাতিক ডেস্ক : শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভারতের রাজস্থান রাজ্যে এক গৃহবধূর নাক কাটার নেয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় পঞ্চায়েত। এ ঘটনার পর আতঙ্কিত ওই নারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
দলিত সম্প্রদায়ের ওই নারী গত সেপ্টেম্বরে থানায় অভিযোগ করেন, শ্বশুর তাকে যৌন হয়রানি করেন এবং ধর্ষণও করেছেন। এর পরপর পুলিশ অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে। দুই সপ্তাহ আগে আদালত থেকে জামিন পাওয়ার পর পঞ্চায়েতে পুত্রবধূর বিরুদ্ধে নালিশ জানান শ্বশুর। স্বামীর বাড়ি থেকে না বলে চলে যাওয়ার অপরাধে পঞ্চায়েত ওই নারীর নাক কেটে নেয়ার নির্দেশ দেয় পঞ্চায়েত।
এ ঘটনায় আতঙ্কিত ওই নারী বাবা-মার সহযোগিতায় পুলিশের কাছে আশ্রয় নেন।