নবীগঞ্জ: নবীগঞ্জে এডুকেশন ট্রাস্ট ইউকে আয়োজিত অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, বর্তমান সরকার দেশের শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। সৃজনশীল ও ডিজিটাইলাইজডের ফলে শিক্ষাব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। বছরের শুরুতে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেয়ার জন্য সরকার প্রায় ১৪ কোটি বই সরবরাহ করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলার স্বার্থে ছাত্রছাত্রীদের মোবাইল ও ফেসবুক ব্যবহার নিষিদ্ধ করা প্রয়োজন। মোবাইল ও ফেসবুকে প্রেমালাপ নিয়ে কথোপকথনের ব্যবস্থা থাকে। প্রেম করে বিয়ে করলে কেউ সুখী হয় না। শিক্ষার্থীদের প্রেমালাপ থেকে বিরত রাখতে ফেসবুক ও মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করতে হবে। তিনি গতকাল দুপুরে সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির দেয়া বক্তব্যে এসব কথা বলেন। সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি অনর উদ্দিন জাহিদ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির এমপি, জেলা জাপা’র সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু এমপি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সাজিদুর রহমান ফারুক, ট্রাস্টের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ছোটন, সাধারণ সম্পাদক আবদুল করিম মাসুদ, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান প্রমুখ। সভা শেষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের নগদ বৃত্তি ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠান চলাকালে পুরো সময় সমাজকল্যাণমন্ত্রী মঞ্চে ঘুমিয়ে ছিলেন। এ নিয়ে উপস্থিত ছাত্রছাত্রী ও জনতার মধ্যে হাস্যরোলের সৃষ্টি হয়। অনুষ্ঠানের মঞ্চে বসা অতিথিরা বিবৃতবোধ করেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।