রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের মারিয়ালী কলাবাগান এলাকা হতে ১০ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
(২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আটক মোসা. ফাতেমা (৪৫) কলাবাগান এলাকার আব্দুল সালামের স্ত্রী।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মারিয়ালী কলাবাগান এলাকার শহীদ নিয়ামত সড়ক সংলগ্ন এক চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ফাতেমাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে ফাতেমা চোরাইপথে মাদকদ্রব্য আমদানি করে গাজীপুর জেলার বিভিন্নস্থানে বিক্রয় করার সত্যতা স্বীকার করেছেন