পশ্চিমবঙ্গে অবস্থানকালে তিনি ওই আধার কার্ড সংগ্রহ করেছিলেন। গত ১৬ই ডিসেম্বর তিনি লক্ষীসাগর পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেন যে, চিন্তামানিশ্বরে একটি হোটেলে অবস্থানকালে দু’জন পুরুষ তাকে যৌন হয়রান করেছে। এ বিষয়ে ভুবনেশ্বরের উপ পুলিশ কমিশনার অনুপ কুমার বলেছেন, লক্ষীসাগর পুলিশ স্টেশনে একটি মামলা হয়েছে। এতে একজন নারী অভিযোগ করেছেন যে, একটি রুমে তাকে যৌন অবমাননা ও তার সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে আমরা একটি মামলা করেছি এবং ঘটনার সঙ্গে জড়িত দু’ব্যক্তিকে গ্রেপ্তার করে আমরা তাদেরকে আদালতে সোপর্দ করেছি। এর সঙ্গে সংশ্লিষ্ট তদন্তে দেখা গেছে, ওই নারী একজন বাংলাদেশী যুবতী। তিনি পশ্চিমবঙ্গ থেকে আধার কার্ড সংগ্রহ করে ওড়িশায় গিয়েছেন। ওই নারী যে ডকুমেন্ট জমা দিয়েছেন তাতে দেখা গেছে পশ্চিমবঙ্গে তার দেয়া ঠিকানার কোনো হদিস নেই। সেখান থেকে তিনি ভুবনেশ্বরে গিয়েছেন এবং কিছু সময়ের জন্য যৌন ব্যবসা চালু রাখেন। তল্লাশিকালে তার অবস্থানস্থল থেকে কোনো পাসপোর্ট বা ভিসা উদ্ধার করা যায় নি। তার বিরুদ্ধে ভারতীয় দ্বন্দ্ববিধির অধীনে মামলা হয়েছে।