সে দিন,
বৃষ্টি হয়ে ঝড়ে ছিলে
আসমান আর জমিনের মাঝে –
ভালবাসার বন্ধন হয়ে
তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই
বর্ষার অঝোর ধারায়
বর্ষিত হয়ে ভাসিয়ে দিলে মাঠ ঘাট,
প্লাবিত করে ছিলে প্রত্যন্ত অঞ্চল
ভাল বাসায় ভরিয়ে দিয়ে ছিলে পলি মাটিতে
সে তো সুধূ পলি মাটিই ছিল না
ছিল ভাল বাসার স্তর।
ভালবাসার স্তরে স্তরে পরতে পরতে
ভরিয়ে দিয়ে ছিলে শুধুই ভালোবাসায়।
যেই ভালবাসার কোন রং ছিল না
ছিল না কোন সীমানা –
শুধু তুমি আসবে বলেই
হে স্বাধীনতা।।
২৪/১২/১৯