ঢাকা: স্পেনে এক অবকাশ যাপন কেন্দ্রের সুইমিং পুলে ডুবে বৃটিশ একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। তারা
ছুটি কাটাতে গিয়েছিলেন স্পেনে। সেখানকার ফুনেগিরোলার কাছে ক্লাব লা কস্তা ওয়ার্ল্ডে বড়দিনের প্রাক্কালে পরিবারটি সুইমিংপুলে নেমেছিলেন। কিন্তু ওই ক্লাবের মালিকের বিবৃতিতে বলা হয়েছে, তাদেরকে সুইমিংপুলের ভিতর মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রথমে ওই পরিবারের ৯ বছর বয়সী মেয়ে সুইমিংপুলের ভিতর সমস্যায় পড়ে। এ সময় তাকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন তার পিতামাতা দু’জনেই। কিন্তু তারা মেয়েকে উদ্ধার করতে পারেন নি। আবার নিজেদের জীবনও রক্ষা করতে পারেন নি।
হোটেল বিষয়ক প্রতিষ্ঠান সিএলসি ওয়ার্ল্ড রিসোর্ট বলেছে, তাদের ফার্স্ট রেসপন্স টিম এবং জরুরি সেবা বিষংক টিম দ্রুততার সঙ্গে সেখানে পৌঁছে এবং প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হন তারা। বড়দিনের ঠিক একদিন আগে ২৪ শে ডিসেম্বর এ ঘটনা ঘটে। এতে ক্লাব লা কস্তা ওয়ার্ল্ড রিসোর্ট পরিবারের অন্য সদস্যদের প্রতি শোক প্রকাশ করেছে। এ নিয়ে তদন্তে পূর্ণাঙ্গ সহযোগিতা দিচ্ছে ম্যানেজমেন্ট।