বাংলাদেশে হাই কমিশনারের দায়িত্ব পালন করে যাওয়া হর্ষ বর্ধন শ্রিংলা ভারতের পররাষ্ট্র সচিবের দায়িত্ব নিতে যাচ্ছেন। ভারতের জনপ্রশাসন মন্ত্রণালয় শ্রিংলাকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগের আদেশ জারি করেছে বলে জানিয়েছে এনডিটিভি। বাংলাদেশে দায়িত্ব পালন শেষে এ বছরের শুরুতে শ্রিংলা যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে গিয়েছিলেন। এখনও সেখানেই রয়েছেন তিনি। বর্তমান পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে অবসরে গেলে আগামী ২৯ জানুয়ারি শ্রিংলা সচিবের দায়িত্ব নিয়ে নয়া দিল্লিতে ফিরবেন। ভারতের ফরেন সার্ভিসের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শ্রিংলা কূটনীতিক হিসেবে ৩৫ বছরের কর্মজীবনে বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, ফ্রান্স, ভিয়েতনাম, ইসরায়েল, দক্ষিণ আফ্রিকায় দায়িত্ব পালন করেন।