গায়ে হলুদ অনুষ্ঠানে এসিড নিক্ষেপ: বরসহ দগ্ধ ৫

জাতীয়

57214_shoriatpur

ঢাকা:ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামে ইদ্রিস সরকারের বাড়ীতে বুধবার রাতে বিয়ের গায়ে হলুদে অনুষ্ঠানে এসিড নিক্ষেপ করেছে দুবৃত্তরা।
এসময় এসিডে বরসহ ৫ জন দগ্ধ হয়েছেন। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বর সেলিম সরকার ও শিশু সিয়ামের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় সখিপুর থানায় মামলার প্রক্রিয়া চলছে। সখিপুর থানা পুলিশ জানিয়েছে, জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন  উত্তর তারাবুনিয়া গ্রামে মৃত ইদ্রিস সরকারের ছেলে সেলিম সরকারের সঙ্গে একই উপজেলার সখিপুর আনন্দ বাজার এলাকার ফারুক রাঢ়ির মেয়ে শিরোমনির বিয়ের আয়োজন করা হয়। ৩১শে ডিসেম্বর বুধবার বরের বাড়িতে গায়ে হলুদে অনুষ্ঠান ছিল। রাত সাড়ে ১১ টায় একদল দুর্বৃত্ত হলুদ অনুষ্ঠানে হামলা চালায়। এ সময় বরকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছেন বর সেলিম সরকার, শিশু সিয়াম, রাবেয়া ও তহুরা ওরফে তোরা বেগম ও শাহিনা বেগম। আহতদেরকে প্রথমে পার্শ্ববতী চাদপুর সরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে বর সেলিম সরকার, শিশু সিয়াম ও রাবেয়ার অবস্থা আশংকাজনক। বরের বড় ভাই ছাদেক সরকার জানান, চরভাগা এলাকার জাহাঙ্গীর মাষ্টারের ছেলে  সিফাত নামে এক ছেলের সঙ্গে কনে শিরোমনির দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। কনের পরিবার সিফাতের সঙ্গে তাকে বিয়ে না দেয়ায় সিফাত ক্ষুদ্ধ হয়ে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে সিফাত পলাতক রয়েছে। সখিপুর থানার ওসি সমির সরকার জানান, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *