মৌলভীবাজারে ঠাণ্ডাজনিত কারণে ৫ জনের মৃত্যু

Slider জাতীয় বাংলার মুখোমুখি সিলেট

মৌলভীবাজার:মৌলভীবাজারে প্রচন্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শৈত্যপ্রবাহে দুর্ভোগে পড়েছেন জেলার কমলগঞ্জের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সেইসঙ্গে দেখা দিয়েছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগবালাই।

এরই মধ্যে কমলগঞ্জ উপজেলায় ঠাণ্ডাজনিত কারণে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রচন্ড ঠান্ডায় দু’দিনে শমশেরনগর ইউনিয়নের কানিহাটি, ডবলছড়া চা বাগানের নারীসহ বয়োবৃদ্ধ ৪ জন ও আলীনগর ইউনিয়নের কামুদপুর আশায়ন প্রকল্পের এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা ও মৃদু বাতাসে গরম কাপড়ের অভাবে চা শ্রমিক, শব্দকর পরিবার ও নিম্নআয়ের মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন। খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন চা বাগান ও বস্তির নিম্নআয়ের লোকজন। ঠাণ্ডায় সর্দি, জ্বর, শ্বাসকষ্ঠ ও নিউমোনিয়া রোগের উপদ্রুবও বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *