৫ই জানুয়ারি অনুমতি না পেলেও সমাবেশ করবে বিএনপি’

Slider রাজনীতি

57233_bnp

ঢাকা: অনুমতি না পেলেও ৫ই জানুয়ারি বিএনপি রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। সন্ধ্যায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এ কথা জানান। তিনি বলেন, একব্যক্তির স্বার্থ চরিতার্থ করার জন্য ৫ই জানুয়ারি সরকার তামাশার নির্বাচন করে গণতন্ত্রকে কবরস্থ করেছে। এখন তারা বলছে ৫ই জানুয়ারি ওই তামাশার নির্বাচনের বর্ষপূর্তি উদযাপন করবে। রিজভী বলেন, আমরা গণতন্ত্র হত্যার ওইদিনটিতে ঢাকায় জনসভার অনুমতি চেয়ে পুলিশের কাছে ইতিমধ্যেই আবেদন করেছি। আমাদের নেতারা মহানগর পুলিশ দপ্তরে গিয়েছিলেন। পুলিশ বলেছে, জনসভার অনুমতি দেবে না। আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, ৫ই জানুয়ারি আমাদের কর্মসূচি করতেই হবে।
এই লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। রিজভী আহমেদ অভিযোগ করে বলেন, সরকার আরব্য উপন্যান্সের দৈত্যর মতো জনগনের ওপর চেপে বসে আছে। গণতন্ত্রকে তারা হত্যা করেছে। ৫ই জানুয়ারি গুম-খুনের সিনিয়ালের নায়ক এই অবৈধ সরকার। এখন তারা গণতন্ত্রের কথা যাতে আমরা না বলতে পারি, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী লেলিয়ে দিয়েছে। দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রীর নাম উল্লেখ না করে তিনি বলেন, একমন্ত্রী বলেছেন, বিএনপির অনেকে নাকি আওয়ামী লীগের সঙ্গে তলে তলে যোগাযোগ করছে। জনগনকে বিভ্রান্ত করতে ওই মন্ত্রী ওইরকম মিথ্যাচার করছেন। আমরা জানি, এদেশের হাটে-বন্দর-গ্রামে-গঞ্জের মানুষজন জানে, আওয়ামী লীগের নেতারা বিদেশে পাড়ি জমাতে নাকি বিমানের টিকিট কেটে রেখেছে। ছাত্রদলের নেতা-কর্মীদের পূর্বসূরীদের পথ ধরে গনতন্ত্র ও স্বাধীনতার জন্য আত্ম উৎসর্গের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহবানও জানান তিনি। এরপর রিজভী ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময়ে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ মামুনসহ ছাত্র দলের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *