ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক কল্যাণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবরের সিনিয়র রিপোর্টার আজাদ হোসেন সুমন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর নিউরোসায়েন্সেস হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। গতকাল নামাযে জানাজা শেষে কেরানীগঞ্জের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল দুপুর ১২টায় ডিআরইউ চত্বরে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে তার সহকর্মী ও সাংবাদিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। বাদ জোহর দ্বিতীয় নামাজে জানাজা শেষে কেরানীগঞ্জের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। সাংবাদিক আজাদ হোসেন সুমনের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী ও ঢাকা সাংবাদিক ফোরাম এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।