রাতুল মন্ডল শ্রীপুর: ১৫ ডিসেম্বর রোববার প্রকাশিত ১০ হাজার সাতশত ৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়।
আর এই তালিকায় শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগিরসিট গ্রামের মৃত রতন আলী মোড়লের পুত্র সূর্যত আলী মোড়লের তালিকা এসেছে। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কাওরাইদ ইউনিয়নের বর্তমান মুক্তিযুদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন জানান, আমি যখন কাওরাইদ কালি নারায়ণ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র তখন দেশমাতৃকার ডাকে সারা দিয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করি। আর আমার বাবা ১৯৬২ সাল থেকে কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
কি কারণে আমার বাবার নাম রাজাকারের তালিকায় এসেছে এর কোন কারণ খোঁজে পাইনি।
কাওরাইদ ইউনিয়নের আরেক মুক্তিযুদ্ধা রফিকুল ইসলাম ফকির বলেন, মুক্তিযুদ্ধ চলাকালিন সময় মৃত সূর্যত আলী মোড়ল শান্তি কমিটির সদস্য ছিলেন, যার কারণে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন।
এই করণে হয়তোবা তার নাম রাজাকারের তালিকায় এসেছে।
শ্রীপুর উপজেলার মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম বলেন, আমার জানামতে সূর্যত আলী মোড়ল চেয়ারম্যান ছিলেন, শান্তি কমিটির সদস্য ছিলো কি না এই বিষয়টি আমার জানা নেই।
আর কি করে রাজাকারের তালিকায় নাম এসেছে বলতে পারছি না।