গাজীপুর: বিএনপি জামায়াত জোট আহুত হরতালের প্রতিবাদে শ্রমিকলীগ গাজীপুর শহরের মিছিল করেছে।
বুধবার জাতীয় শ্রমিকলীগ গাজীপুর শহর শাখা জেলা শহরে মিছিল ও সমাবেশ করেছে।
গাজীপুর জেলা আওয়ামীলীগের দলীয় কাযালয় থেকে বের হওয়া মিছিলটি রাজবাড়ী রোড হয়ে মুক্তমঞ্চ ঘুরে পুনরায় দলীয় কাযালয়ে সমাবেশ করে।
জাতীয় শ্রমিকলীগ গাজীপুর শহর শাখার সভাপতি আঃ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মতউর রহমান মোল্লা।
আরো বক্তব্য রাখেন, শ্রমিক নেতা মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, কামাল হোসেন, প্রমূখ।