গাজীপুর: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি প্রদানকারী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শামছুজ্জামান দুদুকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সাংবাদিক সম্মে্লন হয়েছ।
আজ রোববার সকাল ১১ টায় গাজীপুর জেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলেন করেন দুদুর বিরুদ্ধে করা মামলার বাদী বাহান্নর ভাষা আন্দোলন গবেষনা পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সরকার মুহাম্মদ শাহ সুলতান আতিক।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপেদষ্টা আলহাজ কামাল আহমেদ মন্ডল, সদস্য মো: জাহাঙ্গীর আলম, এডভোকেট মো: নূরনবী সরদার, মো: আকতার হোসেন, সারোয়ার হোসেন, মো: আবু সালেহ ভূঁইয়া, ও মো: রাকিব হোসেন প্রমূখ।
সাংবাদিক সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রীকে হুমকি দেয়ার ঘটনায় তিনি গত ২৪ সেপ্টেম্বর ২০১৯ সালে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টৈট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১২৭৬/১৯(ক)/২০১৯। কিন্তু বিজ্ঞ আদ্লত মামলাটির আদেশ দিতে গিয়ে তারিখ পরিবর্তন করে ২০২০ সালের ২৩ জানুয়ারী ধার্য করেন।
সম্মেলনে মামনীয় প্রধানমন্ত্রীকে হত্যা হুমকি প্রদানকারীকে দ্রুত আইনের আওতায় এনে বিচােরর দাবি করা হয়।