১ জানুয়ারি স্কুলে স্কুলে পাঠ্যপুস্তক উৎসব হবেই : শিক্ষামন্ত্রী

টপ নিউজ শিক্ষা

opশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যে কোনো বাধা উপেক্ষা করে ১ জানুয়ারি দেশের প্রতিটি স্কুলে পাঠ্যপুস্তক উৎসব হবে। শিক্ষা মন্ত্রণালয় গত পাঁচ বছরের ন্যায় এবারো বছরের প্রথম দিনে বিনামূল্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল ছাত্র-ছাত্রীর হাতে বই তুলে দেয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

আজ বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।
তিনি বলেন, এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৩৭৪ জন শিক্ষার্থীর হাতে ৩২ কোটি ৬৩ লক্ষ ৪৭ হাজার ৯২৩টি বই দেয়া হবে।
বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির চক্র ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে অংশ নিয়ে দেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুটেছে। তারা স্বাধীন বাংলাদেশে প্রতিটি মুহূর্তে আমাদের স্বাধীনতাকে বিপন্ন করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা আমাদের শিক্ষা ব্যবস্থা তথা নতুন প্রজন্মকে ধ্বংস করতে একের পর এক হরতাল দিচ্ছে।
মন্ত্রী বই উৎসবের সঙ্গে যুক্ত সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে বই উৎসব পালনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি তার বিবৃতিতে দেশের ছাত্র-ছাত্রীদের কল্যাণের স্বার্থে ১ জানুয়ারির হরতাল কর্মসূচি প্রত্যাহার করার আহ্বান জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল দশটায় রাজধানীর মতিঝিল সরকারি বালক বিদ্যালয় মাঠে কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসব পালন করা হবে। এ অনুষ্ঠান বিটিভিসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *