ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ বডি ওর্ন ক্যামেরা উদ্বোধন করলেন।
বুধবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর শাহবাগ চত্বর মোড়ে পুলিশ বক্সের সামনে তিনি এ ক্যামেরা উদ্বোধন করেন।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, প্রাথমিকভাবে ডিএমপির ট্রাফিক সার্জেন্টদের মধ্যে ১৫টি ক্যামেরা দিয়ে এর কাজ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে আরো ৪০০ ক্যামেরা আনা হবে। প্রতিটি ক্যামেরার মূল্য ২০ হাজার টাকা।
কমিশনার বলেন, প্রতিটি ক্যামেরা ৬০ মেগা পিক্সেলের এবং ৮ ঘণ্টা অডিও-ভিডিও রেকর্ড করা যাবে। ফলে পথচারী, যানবাহন ও এর চালকদের সঙ্গে ট্রাফিক সার্জেন্টদের যেসব কথাবার্তা বা কার্যকলাপ হবে, তা রেকর্ড হয়ে থাকবে। পরবর্তী সময়ে এ রেকর্ড বের করে প্রয়োজনীয় তথ্যাদি দেখা যাবে।
তিনি বলেন, বডি ওর্ন ক্যামেরার সুফল পাওয়া গেলে পরবর্তী সময়ে এটি পেট্রোল টিম, থানা ও ফাঁড়ির ক্রাইম ডিভিশনে দেওয়া হবে।