খুলনায় পাটকল শ্রমিকদের অনশনে একজনের মৃত্যু

Slider জাতীয় বাংলার মুখোমুখি


খুলনা: খুলনায় অনশনে অসুস্থ হয়ে আব্দুস সাত্তার (৪৫) নামে প্লাটিনাম জুবিলি জুট মিলের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

অনশনরত পাটকল শ্রমিকের মৃত্যুতে নগরীর খালিশপুর শিল্পাঞ্চলের শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

প্লাটিনাম জুবিলি জুট মিলের সিবিএ সভাপতি সাহানা শারমিন জানান, আমরণ অনশন চলাকালে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্লাটিনাম জুট মিলের গেটের সামনে বিআইডিসি সড়কে শ্রমিক আব্দুস সাত্তার অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা পৌণে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্লাটিনাম জুবিলি জুট মিলের প্রকল্প কর্মকর্তা গোলাম রব্বানী মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, মিলের তাঁত বিভাগের শ্রমিক অনশন চলাকালে সকালে অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যায় হাসপাতালে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার নগরীর খালিশপুর শিল্প এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার উপর তাঁবু টানিয়ে শ্রমিকদের কেউ শুয়ে আছেন, আবার কেউ বসে আছেন। নেতারা বক্তৃতা করছেন। কেউ কেউ দুঃখের গান গেয়ে সময় কাটাচ্ছেন। তাঁবুর খুঁটিতে টানানো হয়েছে সুতলি। সেই সুতলিতে স্যালাইনের পাইপ বেঁধে অসুস্থদের দেয়া হচ্ছে স্যালাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *