খালেদার জামিন আবেদন খারিজের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

Slider জাতীয় রাজনীতি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সুপ্রিম কোর্টের আদেশের পর দুপুরে বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি জাতীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পলাশী মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, আমরা এই রায় মানি না। দেশের ছাত্রসমাজ এই রায় মানে না। আমরা মনে করছি, সরকার আদালত কে প্রভাবিত করে এই রায় ছিনিয়ে নিয়েছে। এই বিতর্কিত রায়ের পরিণতি হবে ভয়াবহ।

সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, জামিন না দিয়ে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আরও দীর্ঘ সময় আটক রাখার ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই বাকশালি সরকারের সময়ে দেখেছি প্রধান বিচারপতিকে বিচারের অধিকার কেড়ে নিয়ে ষড়যন্ত্র করে বিদেশে পাঠিয়ে দেয়া হয়েছে।
আমরা মনে করছি, গনভবন থেকে এই রায় দেয়া হয়েছে।

বিক্ষোভ মিছিলে ছাত্রদল নেতা কাজী রওনকুল ইসলাম শ্রাবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক মহিন উদ্দীন রাজু, শেখ আল ফয়সাল, সাইফ মাহমুদ জুয়েল, তানজিল হাসান, ঢাবি ছাত্রদল নেতা খায়রুল আলম সুজন, সাবেক কেন্দ্রীয় সদস্য সাগর, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *