বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শনের সময় দু’জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- পল্টন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ পাটোয়ারী ও পল্টন থানা ছাত্রদলের সাবেক নেতা ইব্রাহিম খলিল।
আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত বেগম জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। এরপরই হাইকোর্টের মাজার গেটের মূল ফটকের বিপরীত পাশে কার্জন হলের পাশে ফুটপাতে দাঁড়িয়ে বিএনপিপন্থি ৮-১০ জন খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন। তখনই পুলিশ তাদের ধাওয়া করে এবং সেখান থেকে দু’জনকে আটক করা হয়।