নিজস্ব প্রতিনিধি শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় জামান ফ্যাশন নামক একটি পোশাক কারখানায় বেতনের দাবিতে শ্রমিদের শান্তিপূর্ণ সভা-সমাবেশ স্থানীয় ইউপি সদস্য এক নারী পোশাক শ্রমিকের গাঁয়ে হাত তুলাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এর জেরে শ্রমিকরা কারখানায় ব্যাপক ভাংচুর চালিয়েছে।
কারখানার শ্রমিকরা জানান, ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে গত নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার শ্রমিকরা শান্তি পূর্ণ আন্দোলন করছিলো, এসময় স্থানীয় তেলিহাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য আফছার উদ্দিন কারখানায় অনাধিকার প্রবেশ করে আসমা আক্তার নামে এক শ্রমিকে থাপ্পর মারে। এতে করে মূহুর্তের মধ্যে কারখানার সকল শ্রমিকরা বিভিন্ন ফ্লোরে ব্যাপক ভাংচুর চালায়।
কারখানার শ্রমিক আনোয়ার জানান, বেতনের দাবিতে আন্দোলনের সময় আমাদের আরেক শ্রমিক মো. রনিকেও মেম্বারের লোকজন মেরে রক্তাক্ত জখম করে, তাকে উদ্ধার করে আমরা স্থানীয় হাসপাতালে পাঠিয়েছি।
নাম প্রকাশে একাধিক শ্রমিক জানান, কারখানা কতৃপক্ষ কোন মাসেই নিয়মিত বেতন পরিশোধ করে না।
কারখানার এইচআর এডমিন একেএম নিজামুল ইসলাম বলেন, গতমাসেও আমাদের কারখানায় বেতনের দাবিতে আন্দোলন করছে শ্রমিকরা, তারপর শিল্প পুলিশের হস্তক্ষেপে নভেম্বর মাসের বেতন ডিসেম্বর মাসের ১৫ তারিখের মধ্যে পরিশোধ করার ঘোষণা দিলে কারখানার শ্রমিকরা প্রস্তাব মেনে নিয়ে পূনরায় কাজে যোগদান করে। কিন্তু হঠাৎ করে আজকে আবার কি কারণে কর্মবিরতি পালন করছে এটা আমি বুঝতে পারছি না। আন্দোলনের নামে শ্রমিকরা কারখানার বিভিন্ন ফ্লোরে ব্যাপক ভাংচুর চালিয়েছে। আর নারী শ্রমিকের গায়ে হাত তুলার বিষয়টি তিনি শুনেনি।
গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেল এএসপি আল মামুন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে জামান ফ্যাশন কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে আন্দোলন করছেন শুনে, কারখানায় গিয়ে মালিক পক্ষের সাথে কথা বলি।তারপর শ্রমিক পক্ষের সাথে কথা বলে চলে আসি। নারী শ্রমিকের গাঁয়ে হাত তুলার বিষয়টি আমাকে কেউ জানায়নি।