রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌর শহরের মাওনা উড়াল সেতুর নিচে পিক- আপ চাপায় অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
(১০ ডিসেম্বর মঙ্গলবার) সকাল সাড়ে দশটার দিকে ওই ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানায় (ওসি) মঞ্জুর হোসেন বলেন, সকাল সাড়ে দশটার দিকে উড়াল সেতুর নিচ দিয়ে রাস্তা পারাপারের সময় পিক-আপ নিচে চাপা পড়ে ঘটনাস্থলে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে।
প্রাথমিক ভাবে তার নাম পরিচয় জানা যায়নি।